করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*
মেটেরিয়া মেডিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেটেরিয়া মেডিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Gelsimium জেলসেমিয়াম এর লক্ষণ সমুহ

কবি আতাউর রহমানের মতে

জেলসিমিয়াম

পেশীগুলি রোগীর ইচ্ছামত থাকেনা ।

যে ভাবে চালাতে চায়  সে ভাবেতে চলেনা ।।

হাত পা সবই কাপে ,অবস প্রায় ।

চোখের পাতায় ভার বোধ , চোখ খোলা বড় দায়।।

পিঠে শীত করে আসে , কম্পজ্বর ।

ঘাড় হতে মাথা ব্যাথা, নেমে আসে চোখের উপর ।।

উপসর্গ শুন্য জ্বর , শিশুদের সবিশেষ,

জেলসে করে নিশ্চিতরুপে নিঃশেষ ।।

এছাড়াও......

সময়ে সময়ে অসাডে প্রস্রাব

শান্ত হতে চায়, বিরক্ত হতে, কথা বলতে অনীহা

ঝিমুনিভাব এবং বিশ্রাম নেওয়ার আকাঙ্ক্ষা

মঞ্চে বা পরীক্ষার হলে  ভয় পায়


Acid sulph এসিড সালফ

 খুব বড় আকারের মল।

মলত্যাগের সময় জ্বালাপোড়া, চুলকানি এবং ফোলা সহ।

হিংস্রভাবে চুলকানি; মলের ব্যথা যেন মলদ্বার টুকরো টুকরো হয়ে গেছে;

টকঃ রোগী মনে করে পাকস্তলি, গা টক হয়েছে।

টকের সাথে মুখে ক্ষত হলে দিতে হয়।

শরীর গুর গুর করে কাপে

আঘাতের কারনে চামড়ার ভিতর রক্ত জমা হলে, কালশিট হলে।

Ratanhia Peruviana র‍্যাটানহিয়া এর লক্ষণ

 মলত্যাগের পর অনেক্ষণ জ্বালা

মলদ্বারে কাচের টুকুরা হানার মত অনুভুতি

মলদ্বার / শরীরের অন্যান্য জায়গায় সংকোচন অনুভুতি

কপালের মাঝখানে ব্যাথা, মনে হয় মগজ বের হয়ে যাবে।

উত্তাপে উপশম।

দাঁতে স্পন্দনজনিত ব্যথা,ব্যথা সন্ধ্যায়,

Aesculus Hip (ইস্কিউলাস হিপ ) এর প্রয়োগ ক্ষেত্র

 Aesculus Hip

মলদ্বার শুস্ক,রক্তস্রাব যুক্ত,বেদনাপূর্ন অর্শ. মলদ্বারে কাঠিপোড়া অনুভূতি কটিবাত বা কোমরে ব্যাথা, সেক্রাম হতে উরু পর্যন্ত বেদনা। অবসাদ ও খিটখিটে মন সর্বদায় দুংখপূর্ন বৃদ্ধিঃঘুম থেকে উঠার পর,নড়াচড়ায়,খাবার পর,হাটা চলার সময় কলিনসোনিয়া,নাক্স এবং সালফারে অর্শ উপশম হবার পর যদি না সারে সেক্ষেত্রে প্রযোজ্য


Jonosia Asoka জনোসিয়া অশোকা এর মুল কথা

Jonosia Asoka জনোসিয়া অশোকা 

স্ত্রীজননেন্দ্রীয়র উপর ক্রিয়া । 

স্বল্পঋতুস্রাব , প্রচুর ঋতুস্রাব ,অনিয়মিত ঋতুস্রাব, বিলম্বিত ঋতু, ঋতুশূল, রজঃলোপ, রজঃরোধ, ঋতুর পূর্ব্বে ডিম্বকোষে বেদনা, অতিরজঃ প্রভৃতিতে সাফল্যের সহিত ব্যবহৃত হয়।ঋতুবিলোপ কালের উপসর্গে, ও শোথেও ব্যবহৃত হয়। 

একপার্শ্বিক শিরঃপীড়া, রক্ত সঞ্চয় জনিত শিরঃপীড়া । 

নাসিকায় সর্দ্দি, প্রচুর জলবৎ স্রাব ।ঘ্রাণশক্তি লোপ পায়। 

রক্তস্রাবী অর্শ, প্রদর স্রাব, মত্রনলীর উপদাহ,  অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, মিষ্ট ও টক দ্রব্য খাইতে ইচ্ছা; 

মেরুদণ্ড বরাবর বেদনা,তলপেট ও উরুদেশ পর্যন্ত বিস্তৃতি।

এস্কুলাস হিপপোকাস্টেনাম AESCULUS HIPPOCASTANUM এর লক্ষণ

 কোমরে ব্যাথা,ভ্রমনশীল বেদনা

বাহিরের গোটা,ভিতরের গোটা,গোটা বড়

গোটায় ব্যাথা

রক্ত বের হয়

জ্বালা করে 

ফাটা ফাটা

পুরাতন

চুলকানি

কাটি থাকারঅনুভুতি

ভারবোধ

বৃদ্ধি হাঁটলে

মল বের হতে বাধা পায়


এস্কিউলাস হিপ  vs  কোলিন সোনিয়া  vs   এলো


গুটি- গুটি ভিতরে, বাইরে

রক্তনালি স্ফিত

গোটা ভিতরে, বাহিরে, আংগুরের মত ঝুলে, মলত্যাগের  সময় বের হয়

...............................................

রক্ত- রক্তপাত সামান্য,পুরাতন রোগে বেশি হতে পারে

প্রচুর রক্তপাত               রক্তপাত হয়

...............................................

ব্যাথা- টাটানিব্যাথা, যেন খোচা হানে

ব্যাথা নেই টাটানি ব্যাথা,  হাত দিলে ব্যাথা লাগে

...............................................

জ্বালা- প্রচুর জ্বালা,মল ত্যাগের পরেও জ্বালা

জ্বালা নেই জ্বালা করে,ঠান্ডা পানিতে জ্বালা উপশম

...............................................

চুলকানি-চুলকানি প্রচুর, চুলকানি প্রচুর

...............................................

মন- মনে হয় কাটি আছে

মনে হয় কাটি আছে মনে হয় কাটি আছে

...............................................

হ্রাস-বৃদ্ধি-হাটা চলায় বৃদ্ধি বিশ্রাম এ উপশম

রাতে বৃদ্ধি,  ঠান্ডায় বৃদ্ধি,  উত্তাপে উপশম,

...............................................

মল-      2/3 দিনের কোষ্ঠকাঠিন্য,  মল শুস্ক, গুটি গুটি, আমাশয়

আমাশয়, অসারে বাহ্য,

...............................................

পিঠ-পেট-কোমর ব্যাথা,পিঠ ব্যাথা, লিভারে ভারবোধ

হার্টের রোগ, তলপেটে কনকনানি, পেটে বায়ু জমে,

লিভারে ভার বোধ, তলপেটের ডানে কামরায়,  পেটে বায়ু জমে, নাভির চারপাশে ব্যাথা

...............................................

মলদ্বার- মলদ্বার ভেজা,মলদ্বার অস্বস্তি,  মলত্যাগের আগে মলদ্বার বন্ধ থাকে

মলদ্বার দপদপ করে

...............................................

অন্যান্য-মাথা ব্যাথা, জড়ায়ুর সমস্যা, গর্ভাবস্থায় অর্শ হলে


Bacillinum (ব্যাসিলিনাম) এর মর্মকথা

বংশগত  ক্ষয়দোষ

প্রচুর খায় কিন্তু ক্রমশঃ শীর্ণ হতে থাকে

ক্ষীণতা ও দুর্বলতা


ঘাড়ের গ্রন্থি বড় ও ব্যাথা যুক্ত

দেহে ছোট ছোট ফোড়া, ব্যাথা যুক্ত

মাথা বতাতা্‌ প্রায়শই সর্দির প্রবনতা

বাচালতা 


লক্ষন সমুহ হঠাৎ আসে হঠাৎ যায়

লক্ষন সমুহ পরিবর্তন শীল 

একেক সময় একেক স্থান আক্রান্ত হয়

যক্ষাক্রান্ত কোন পরিবারে উম্মাদরোগী বা উম্মাদগ্রস্ত পরিবারে যক্ষারোগী।




Zincum Metallicum- (জিঙ্কাম মেটালিকাম) এর মুল কথা

 Zincum Metallicum- (জিঙ্কাম মেটালিকাম)

স্নায়ুবিক অবসাদ , সবকিছুতেই দুর্বলতা।জীবনী শক্তি নিস্তেজ।

কোন প্রশ্নের জবাব দেয়ার আগে প্রশ্নটি দ্বিরুক্তি করে

গোটা দেহ কেপে ওঠে

মাথা এপাশ ওপাশ করে

সর্বদাই পা নাড়ে, ঘুমাতে ঘুমাতেও পা নাড়ে।

ঋতুস্রাব বন্ধ হলে রোগ আসে, শুরু হলে উপশম হয়।

শিশু লিংগ ধরে টানে, শিশু ঘুমে কেদে ওঠে

বসে পিছন দিকে বাকা হলে প্রসাব নির্গমন সহজ হয়

সকালে প্রফুল্লতা কিন্তু রাতে বিমর্ষ ভাব

চিনি খেলে গলা জ্বালা করে

-----------------------------

ক্রিয়া নাশক: Camph., Hepar, Ignatia 

শত্রু: Chamomilla, Nux v., wine. 

প্বার্শঃ   ডান  

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ৩০-৪০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে।কয়েকদিন যাবত অচেতন রোগীদেরকে জিংকাম মেট দিতে হয়ভুলেও এক মাত্রার বেশী দিবেন না ।  

 

Veratrum Album (ভেরেট্রাম অ্যাল্বাম) এর মুল কথা

 Veratrum Album (ভেরেট্রাম অ্যাল্বাম)

প্রচুর স্রাব ও প্রচুর বমিফলে অবসাদ আসে।

প্রবল পিপাসা, ঠান্ডা পানি , টকঝাল খাবার ইচ্ছা

 

কপালের উপর ঘর্ম ও হিমাঙ্গ অবস্থা

ঠান্ডা ঘাম কিন্তু শরীরে জ্বালা।

কলেরার মহাঔষধ।

 

কখনো ধর্মবিষয়ে কথা বলে।

রোগী একাকী থাকতে পারেনা, আবার লোকজন পাশে থাকলে কথা বলেনা।

রোগীনি নিজেকে গর্ভবতী ভাবে। ভাবে শিঘ্রি সন্তান প্রসব করবে।

উম্মাদ অবস্থায় রোগী নিজের কাপড় খোলে।

অশ্লীল ব্যাবহার ও কামুক ভাব দেখায়। আদি রসের কথা বলে।

------------------------------------------

ক্রিয়া নাশক:Aconite, Arsenicum, Camph., Cinchona, Coffea, Cuprum, Ferrum, Opium


Variolinum (ভ্যারিওলিনাম) এর মর্ম কথা

 Variolinum (ভ্যারিওলিনাম)

টিকার কুফলে নানাবিধ অবস্থায় ব্যবহৃত হয়

বসন্তের সকল অবস্থায় ব্যবহার করা যায়

বসন্ত রোগে আক্রমণ করবে এইরূপ ভয় হয়

জ্বর প্রবল সাথে অসহ্য মাথা ব্যথা এর সঙ্গে বমি বমি ভাব বা বমি হয়ে যায়,

শীতসহ  কটিদেশে ভীষণ যন্ত্রণা হয় এবং পদদ্বয় কন কন করতে থাকে মুখ হতে অত্যন্ত দুর্গন্ধ বের হয়

 

Tuberculinum Bovinum (টিউবারকুলিনাম বোভিনাম) এর মুল পরিচয়

 Tuberculinum Bovinum (টিউবারকুলিনাম বোভিনাম)

যদি পরিবারের ভিতর কাহার ও যক্ষ্মা রোগের ইতিহাস থাকে , বংশগত ক্ষয়দোষ থাকে।

যখন শুনব বংশে কারো যক্ষা ডায়াবেটিকস অর্শ ভগন্দর সুতিকা বা পাগলামো ছিল তখন ইহার কথা চিন্তা করতে হবে।

সর্বদা রোগ লক্ষন পরিবর্তন হয়

সুনির্বাচিত ঔষধ কাজ না করলে ইহার কথা চিন্তা করতে হবে

 

রোগীর চেহারা ফর্সা, দেহ ক্ষীণ, বুকের অবস্থা কবুতরের বুকের ন্যায়, ভ্রুদ্বয় যুক্ত, বয়স অপেক্ষা বেশি বুদ্ধিমান

দ্রুত শীর্ণ হতে থাকে। দৃষ্টি শক্তির দুর্বলতা

তীব্র মাথার যন্ত্রণা যেন একটি লৌহ বেস্টনী দ্বারা মস্তক বেষ্টিত আছে, স্কুলের ছাত্র-ছাত্রীর মাথা ধরা,

অতি রজ, অতি প্রদর, অতি স্তন্য, স্তনের টিউমার,

শিশুদের সামনের দাতে পোকা ধরে, গোল  কাল ছিদ্র হয়।

 

 

মেজাজ খিটখিটে ,মানসিক শ্রমবিমুখ, বেশি কথা বলে

পরের মনে ব্যথা দেয়, মা বাবা ভাই বোনের উপর দরদের অভাব,

রাতে বোবা ধরে,

সর্প ও কুকুর বিষয়ক স্বপ্ন দেখে,

 

যখন রোগীর সর্বদেহ আবৃত করে রাখে, তখন ভয়ানক চুলকানী হয়, তা থেকে আঁশের ন্যায় জিনিস বের হয়

একজিমা, একজিমা সাধারণত কানের পিছনে,  চুলের ভিতর, চামড়ার ভাঁজে ভাঁজে হয়

সবসময় শীত শীত ভাব,

একটু ঘরের বাইরে  থাকলেই সর্দি

মাংস খেতে ইচ্ছা থাকে না, ঠান্ডা দুধ চায় , ঠান্ডা পানি পানের প্রবল আকাঙ্ক্ষা

--------------------------------------

মায়াজমঃ  সোরা ()  সাইকোসিস()সিফিলিস() 

প্বার্শঃ    

কাতরতাঃ  শীতকাতর

 

Thuja (থুজাঅক্সি) এর লক্ষণ সমুহ

 Thuja (থুজাঅক্সি)

আঁচিল,উদ্ভেদ,টিউমার  ও ঘাম। 

থুজা সাইকোসিসের জম।

চোখের পাতার টিউমারের ঔষধ।

টিকা ও বসন্ত-এর পর যে কোন উপসর্গ।


পিঠের শিরদ্বারা বাকা , তাই সামনের দিকে ঝুকে দারায়

স্নায়ু শুল, সোজা হয়ে শুইলে কমে।

বাম দিকের রোগী,শীত কাতর, ঠান্ডায় বৃদ্ধিবর্ষায় বৃদ্ধি 

ভিজা জায়গা ও পানি সহ্য হয়না রসবাত হয়


দাতের গোড়ার দিকে ক্ষয়, উপরের দিকে ভাল।

মাথায় সাদা খুশকি,  কেশ পতন

ডান দিকে মাথা ব্যাথা, মাথার রগে তারকাটা প্রবেশের মত ব্যাথা, চোখ বন্ধ করলে মাথা ঘোরে

 

বদ্ধমূল ধারনা ও স্বপ্নবহুল নিদ্রা

মনে হয় অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে মনেহয় শরীর আত্মা থেকে পৃথক হয়ে আছে

মনেহয় পেটে জীবিত প্রানী আছে  শরীর কাচ নির্মিত, উহা ভেংগে যাবে।

স্ত্রীলোক ভাবে সে দৈব শক্তি লাভ করেছে সে কারো সাথে মিশতে চায়না, ছুইতে দেয়না।

বদমেজাজ , একগুয়ে বাচতে চায়না


গনেরিয়ার পাতলা স্রাব, গনেরিয়ার কারনে ধ্বজভংগ, প্রসাবের সময় জ্বলে।

 


 ----------------------------------------------------------------

ক্রিয়া নাশক:Camph., Chamomilla, Coccul., Iodium, Merc, Nux v., Pulsatilla, Sul.; to abuse of tea, 

মায়াজমঃ  সাইকোসিস() 

প্বার্শঃ    

কাতরতাঃ  গরমকাতর  

ক্রিয়াকালঃ ০-৬০ দিন


Syphilinum (সিফিলিনাম) এর সারমর্ম

 Syphilinum (সিফিলিনাম)

সিফিলিসিস ও সাইকোসিসের ঔষধ

বংশগত উপদংশ  উপযুক্ত ঔষধের ব্যর্থতা

কষ্ট  রাত্রে বৃদ্ধি, কষ্ট সন্ধায় আরাম্ভ হয়, শেষ রাত পর্যন্ত থাকে

 

অনিদ্রা ও অক্ষুধা

খর্বতা ও পক্ষাঘাত

স্ত্রীলোকের বারবার গর্ভ নষ্ট

মুখ নাক চর্ম যৌনাংগে ক্ষত ও দুর্গন্ধ,

ব্যাথা ধীরে ধীরে বারে ধীরে ধীরে কমে

 

সকালে অবসাদ ও দুর্বলতা

মুখে থুথু জমে খুব

ঘুমালে লালা পরে

মাদক খাওয়ার প্রবল ইচ্ছা

রোগীর ধারনা সে পাগল হয়ে যাবে

চুল পরে , দাত পরে


শরীরে তামার মত উদ্ভেদ দেখা যায়।একজিমা।

একটার পর একটা ফোড়া ওঠে

------------------------------

মায়াজমঃ সিফিলিস()  

প্বার্শঃ    

কাতরতাঃ  শীতকাতর

Sulphur (সালফার) এর মুল কথা

 Sulphur (সালফার)

কিং অব সোরা। শুষ্ক চুলকানি, চুলকালে প্রথমে আরাম পরে জ্বালা। সর্বদা চর্মরোগে ভোগে।

 অপরিস্কার ও অপরিচ্ছন্নতা,গোসল করতে চায়না, গোসলে রোগ বৃদ্ধি।


চালাক চতুর। কৃপন।ধর্ম দর্শন চিন্তারত থাকে। তারাতারি কাজ করে।

শরীর চিকন, পেট মোটাদাড়িয়া থাকতে পারেনা।কুজো হয়ে চলে ও বসে।


দিনে ও সন্ধায় নিদ্রালু কিন্তু রাতে নিদ্রাহীন

দুপুরে ক্ষুধা,পানি পান করে বেশি, খাবার খায় কম।

সকালে মলত্যাগ, মল অনেক। মলত্যাগ কষ্টকর, যন্ত্রনা দায়ক।


সকল রন্দ্রপথ লাল। ঠোট লাল,জিহবার ধার ও ডগা লাল।

মাথার চাঁদি ,হাতের তালূ ও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা


স্রাবে, ঘামে ,মুখে দুর্গন্ধ।জিহবা সাদা ।

মিষ্টি ভালবাসে, দুগ্ধে অরুচি।


স্মৃতি দুর্বল,গড়ম কাতর।

বেলা ১১টার পর রোগ বৃদ্ধি। রাতে বাত বৃদ্ধি।

 

হস্ত মৈথুন, লিংগ শীতল, বীর্য পাতলা, সংগম ইচ্ছার অভাব।

জড়ায়ুর শীতলতা ও  স্থানচুত্যি, যোনির চুলকানি।

----------------

ক্রিয়া নাশক:Aconite, Camph., Chamomilla, Cinchona,

মায়াজমঃ  সোরা (

প্বার্শঃ  উভয় 

কাতরতাঃ  গরমকাতর .

ক্রিয়াকালঃ ৪০-৬০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে। সালফারের পূর্বে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা উচিত নয়নিদ্রাহীনতা থাকে তবে  রাতের বেলা সালফার যেই রোগী ভালো ঘুমায়, তাকে সকাল বেলায় সালফার খাওয়ানো উচিত । নাক্স ভমিকা  রাতে এবং সালফার সকালে দিতে পারেন যদি তাদের সম্পূরক ক্রিয়া প্রত্যাশা করেন।

 

Stramonium (স্ট্রামোনিয়াম) এর মর্ম কথা

 Stramonium (স্ট্রামোনিয়াম)

প্রচন্ড প্রলাপঅবিরাম কথা বলে

নানারুপ কাল্পনিক দৃশ্য দেখে ভয় পায়। অন্ধকারে ভয় পায়।

গান গায়, উচ্চ স্বরে হাসে প্রার্থনা করে কবিতা আবৃত্তি করে

ভুত দেখে অশরীরী বানী শোনে

ঘরের প্রত্যেক কোন থেকে তার দিকে নানা যন্তু তার দিকে ছুটে আসে

 

ভক্তিপুর্ণ অবিরাম প্রার্থনা

পর্যায়ক্রমে ধর্মভাব ও কামোম্মত্ততা

অশ্লীল কথা ও গান বলে

 

মুখমন্ডল গরম , অন্যান্য অংগ শীতল

মুখগলা শুকিয়ে যায়

পানি পানের ইচ্ছা নাই

বারবার বালিশ থেকে মাথা তুলতে চায়

আলো ও লোকসঙ্গী চায় কিন্তু রোগ যন্ত্রণার কোন অভিযোগ করে না

 

জলাতংক রোগের সেরা ঔষধ

উরুর সন্ধিস্থলে অসহ্য যন্ত্রনা

মাতালদের কাশি আরোগ্য করে

চোখে ধোয়া দেখা ভাল হয়

চকচকে জিনিস দেখলে বমিভাব বা খিচুনী হয়

Staphisagria (স্ট্যাফিস্যাগ্রিয়া) এর মুল লক্ষণ সমুহ

 Staphisagria (স্ট্যাফিস্যাগ্রিয়া)

সর্বদা কাম বিষয়ক চিন্তা , কামভাবের প্রাবল্য এবং তাহার কুফল দূর করে

অতি সহবাস এর ফলে অসুস্থতা দূর করে।অতি হস্ত মৈথুনের ফলে অসুস্থতা দূর করে


সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট দূর করে। প্রথম সহবাসের পর মেয়েদের প্রসাব সংক্রান্ত সমস্যা


অত্যান্ত অভিমান উদাসীন , সকল বিষয়ে তাচ্ছিল্যের ভাব

ক্রোধ ও অপমানের ফলে হওয়া রোগ

অস্ত্রপচারের কুফল দুর করে


মন বিষন্ন ,স্মৃতি শক্তি দূর্বল , কপালে একটা বল থাকার অনুভুতি

 

চক্ষের পাতার উপর অঞ্জনি শক্ত গুটিকার মত

দাঁতে পোকা শিশুদের দাত কাল হয়, ভেংগে যায়


চর্ম চুলকাতে থাকলে স্থান পরিবর্তন করে

 পেট ভরা থাকলেও ক্ষুধার অনুভুতি, তামাক খাবার খুব ইচ্ছে

সারাদিন নিদ্রালু , সারারাত নিদ্রাহীন

-------------------------

ক্রিয়া নাশক:Camph., Merc, Thuya. 

মায়াজমঃ  সাইকোসিস()সিফিলিস()  

প্বার্শঃ   ডান  

কাতরতাঃ  শীতকাতর  

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন

Stannum met (স্ট্যানাম মেট) এর মুল কথা

 Stannum met (স্ট্যানাম মেট)

বুকের মধ্যে শুন্যবোধ বা দুর্বলতা

শরীর এত দুর্বল যে ধপ করে বসে পরে

কথা বলার সময় দুর্বল অনুভুতি প্রকাশ করে

 

বিষণ্ণতা ও ক্রন্দণশীলতা

অত্যান্ত দুঃখভাব ,সব সময় কান্না পায়, কাদলে আরো খারাপ লাগে

 

ব্যথা ধীরে ধীরে বৃদ্ধিপায় , ধীরে ধীরে কমে আসে এবং চেপে ধরলে উপশম

বামপার্শ্বে চেপে শয়নে উপশম

একপা গুটিয়ে অন্যপা সোজা করে শোয়

কফ পুজযুক্ত, কফের স্বাদ মিষ্টি

-------------------------

ক্রিয়া নাশক: puls  

মায়াজমঃ 

প্বার্শঃ  বাম 

কাতরতাঃ    শীতকাতর 

ক্রিয়াকালঃ ০-৬৫ দিন


Spongia Tosta (স্পঞ্জিয়া টোস্টা) এর সারমর্ম

 Spongia Tosta (স্পঞ্জিয়া টোস্টা)

শ্বাসকষ্ট , বুক ধড়ফড়ানি,বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ, বুকে ব্যাথা

টেনশনে কাশি আসে, ঘাম হয়ে কাশি,গরম খেলে কাশি কমে

গলার ভিতর প্রদাহ,সর্বদা গলা ব্যাথা ও খ্যাকারি দেয়

নিদ্রাকালে রোগ বৃদ্ধি,ঘুম থেকে জেগে দম বন্ধ হয়

 

ঠান্ডা ও মুক্ত বাতাস পছন্দ প্রবল ক্ষুধা

উদ্ভেদ ছাড়া সর্বত্র চুলকানি

অন্ডকোষ প্রদাহ ব্যাথাযুক্ত ও স্ফিত

------------------------------------------

ক্রিয়া নাশক: Camph.

মায়াজমঃ

 প্বার্শঃ  

 কাতরতাঃ  গরমকাতর

 

Spigelia Anthelmia (স্পাইজেলিয়াএনথেলমিয়া) এর লক্ষণ সমুহ

 Spigelia Anthelmia (স্পাইজেলিয়াএনথেলমিয়া)

স্নায়ুশূল, নড়াচড়ায় বৃদ্ধি

মাথার পিছন হতে ব্যাথা আরাম্ভ হয় চক্ষু পর্যন্ত ছড়িয়ে যায়

 

বামদিকে রোগাক্রমণ,বায়ে শুইতে পারেনা

সুই ফোটানো বেদনা

বেদনা ভিতর থেকে বাইরে ঠেলা মারে

বেদনা নিচ থেকে উপরে ঠেলা মারে

দাতের ব্যাথা, ঠান্ডা পানি বা তামাক খেলে বৃদ্ধি। খাদ্য খেলে উপশম।

বর্ষায় বা জলো হাওয়ায় রোগ বৃদ্ধি

আলপিন ও সুচের ভয়।

ভবিষৎ এ  অনিষ্ট  হবে এরুপ আতংক

কথা বলতে তোতলায়

কৃমি

হার্টবিট অত্যাধিক, নিজকানে শোনে

নাড়ি দুর্বল

------------------------------------------------

ক্রিয়া নাশক: Aurum met., Camph., CoccuL, Merc, Pulsatilla

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন

 

Silicea সাইলেশিয়া এর লক্ষণ সমুহ

 Silicea সাইলেশিয়া

  গন্ডুমালা দোষযুক্ত ( মাথা বড়), পেট বড়, মাথার হাড় দেরিতে জোড়া লাগে, দেরীতে হাটে

  শিশু স্তন্যের দুধ পান কালে স্তন্যের চারপাশে ব্যাথা, স্তন্যের নালীঘাশিশু যা পান করে বমি করে দেয়

  ফোড়া না পাকলে ইহা পাকায়, ফোড়ার চারপাশে শক্ত থাকলে ইহা দিতে হয়

  মাছের কাটা, আলপিন, সুই বিধলে বের করে দেয়, শিশু এগুলি নিয়ে খেলা করে

  ঋতুর পূর্বে ও পরে কোষ্টবধ্যতায়,  মল একটু বের হয়ে আবার ঢুকে যায়

  সর্বদাই কাম চিন্তা, মিলনের পর দুর্বলতা, মুখমন্ডল ফ্যাকাসে, বানরের মত অস্থিসার শুণ্য  

  চোখে পুন পুন অঞ্জনিপায়ের ঘা লোপ পেয়ে ছানি,  দৃষ্টি শক্তি কমে যায়

--------------------------------------

মায়াজমঃ  সাইকোসিস() সিফিলিস()

প্বার্শঃ   উভয় কাতরতাঃ  শীতকাতর  

ক্রিয়াকালঃ ৪০-৬০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে। মার্ক সল এবং  সিলিশিয়া কাছাকাছি সময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ । অপারেশনের ছয়মাসের মধ্যে ব্যবহার নিষিদ্ধ