করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Silicea সাইলেশিয়া এর লক্ষণ সমুহ

 Silicea সাইলেশিয়া

  গন্ডুমালা দোষযুক্ত ( মাথা বড়), পেট বড়, মাথার হাড় দেরিতে জোড়া লাগে, দেরীতে হাটে

  শিশু স্তন্যের দুধ পান কালে স্তন্যের চারপাশে ব্যাথা, স্তন্যের নালীঘাশিশু যা পান করে বমি করে দেয়

  ফোড়া না পাকলে ইহা পাকায়, ফোড়ার চারপাশে শক্ত থাকলে ইহা দিতে হয়

  মাছের কাটা, আলপিন, সুই বিধলে বের করে দেয়, শিশু এগুলি নিয়ে খেলা করে

  ঋতুর পূর্বে ও পরে কোষ্টবধ্যতায়,  মল একটু বের হয়ে আবার ঢুকে যায়

  সর্বদাই কাম চিন্তা, মিলনের পর দুর্বলতা, মুখমন্ডল ফ্যাকাসে, বানরের মত অস্থিসার শুণ্য  

  চোখে পুন পুন অঞ্জনিপায়ের ঘা লোপ পেয়ে ছানি,  দৃষ্টি শক্তি কমে যায়

--------------------------------------

মায়াজমঃ  সাইকোসিস() সিফিলিস()

প্বার্শঃ   উভয় কাতরতাঃ  শীতকাতর  

ক্রিয়াকালঃ ৪০-৬০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে। মার্ক সল এবং  সিলিশিয়া কাছাকাছি সময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ । অপারেশনের ছয়মাসের মধ্যে ব্যবহার নিষিদ্ধ