কবি আতাউর রহমানের মতে
জেলসিমিয়াম
পেশীগুলি রোগীর ইচ্ছামত থাকেনা ।
যে ভাবে চালাতে চায় সে
ভাবেতে চলেনা ।।
হাত পা সবই কাপে ,অবস প্রায় ।
চোখের পাতায় ভার বোধ , চোখ খোলা বড় দায়।।
পিঠে শীত করে আসে , কম্পজ্বর ।
ঘাড় হতে মাথা ব্যাথা, নেমে আসে চোখের উপর ।।
উপসর্গ শুন্য জ্বর , শিশুদের সবিশেষ,
জেলসে করে নিশ্চিতরুপে নিঃশেষ ।।
এছাড়াও......
সময়ে সময়ে অসাডে প্রস্রাব
শান্ত হতে চায়, বিরক্ত হতে, কথা বলতে অনীহা
ঝিমুনিভাব এবং বিশ্রাম নেওয়ার আকাঙ্ক্ষা
মঞ্চে বা পরীক্ষার হলে
ভয় পায়