Tuberculinum Bovinum (টিউবারকুলিনাম বোভিনাম)
যদি পরিবারের ভিতর কাহার ও যক্ষ্মা রোগের ইতিহাস থাকে , বংশগত ক্ষয়দোষ থাকে।
যখন শুনব বংশে কারো যক্ষা ডায়াবেটিকস অর্শ ভগন্দর সুতিকা
বা পাগলামো ছিল তখন ইহার কথা চিন্তা করতে হবে।
সর্বদা রোগ লক্ষন পরিবর্তন হয়
সুনির্বাচিত ঔষধ কাজ না করলে ইহার কথা চিন্তা করতে হবে
রোগীর চেহারা ফর্সা, দেহ ক্ষীণ, বুকের অবস্থা কবুতরের বুকের ন্যায়, ভ্রুদ্বয় যুক্ত, বয়স অপেক্ষা বেশি বুদ্ধিমান
দ্রুত শীর্ণ হতে থাকে। দৃষ্টি শক্তির দুর্বলতা
তীব্র মাথার যন্ত্রণা যেন একটি লৌহ বেস্টনী দ্বারা মস্তক বেষ্টিত আছে, স্কুলের
ছাত্র-ছাত্রীর মাথা ধরা,
অতি রজ, অতি প্রদর, অতি স্তন্য, স্তনের টিউমার,
শিশুদের সামনের দাতে পোকা ধরে, গোল কাল ছিদ্র হয়।
মেজাজ খিটখিটে ,মানসিক শ্রমবিমুখ, বেশি কথা বলে
পরের মনে ব্যথা দেয়, মা বাবা ভাই বোনের
উপর দরদের অভাব,
রাতে বোবা ধরে,
সর্প ও কুকুর বিষয়ক স্বপ্ন দেখে,
যখন রোগীর সর্বদেহ আবৃত করে রাখে,
তখন
ভয়ানক চুলকানী হয়, তা থেকে আঁশের ন্যায় জিনিস বের হয়
একজিমা, একজিমা সাধারণত কানের পিছনে, চুলের ভিতর, চামড়ার ভাঁজে ভাঁজে হয়
সবসময় শীত শীত ভাব,
একটু ঘরের বাইরে
থাকলেই সর্দি
মাংস খেতে ইচ্ছা থাকে না, ঠান্ডা দুধ চায় , ঠান্ডা
পানি পানের প্রবল আকাঙ্ক্ষা
--------------------------------------
মায়াজমঃ সোরা (১) সাইকোসিস(১)সিফিলিস(১)
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর