করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Thuja (থুজাঅক্সি) এর লক্ষণ সমুহ

 Thuja (থুজাঅক্সি)

আঁচিল,উদ্ভেদ,টিউমার  ও ঘাম। 

থুজা সাইকোসিসের জম।

চোখের পাতার টিউমারের ঔষধ।

টিকা ও বসন্ত-এর পর যে কোন উপসর্গ।


পিঠের শিরদ্বারা বাকা , তাই সামনের দিকে ঝুকে দারায়

স্নায়ু শুল, সোজা হয়ে শুইলে কমে।

বাম দিকের রোগী,শীত কাতর, ঠান্ডায় বৃদ্ধিবর্ষায় বৃদ্ধি 

ভিজা জায়গা ও পানি সহ্য হয়না রসবাত হয়


দাতের গোড়ার দিকে ক্ষয়, উপরের দিকে ভাল।

মাথায় সাদা খুশকি,  কেশ পতন

ডান দিকে মাথা ব্যাথা, মাথার রগে তারকাটা প্রবেশের মত ব্যাথা, চোখ বন্ধ করলে মাথা ঘোরে

 

বদ্ধমূল ধারনা ও স্বপ্নবহুল নিদ্রা

মনে হয় অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে মনেহয় শরীর আত্মা থেকে পৃথক হয়ে আছে

মনেহয় পেটে জীবিত প্রানী আছে  শরীর কাচ নির্মিত, উহা ভেংগে যাবে।

স্ত্রীলোক ভাবে সে দৈব শক্তি লাভ করেছে সে কারো সাথে মিশতে চায়না, ছুইতে দেয়না।

বদমেজাজ , একগুয়ে বাচতে চায়না


গনেরিয়ার পাতলা স্রাব, গনেরিয়ার কারনে ধ্বজভংগ, প্রসাবের সময় জ্বলে।

 


 ----------------------------------------------------------------

ক্রিয়া নাশক:Camph., Chamomilla, Coccul., Iodium, Merc, Nux v., Pulsatilla, Sul.; to abuse of tea, 

মায়াজমঃ  সাইকোসিস() 

প্বার্শঃ    

কাতরতাঃ  গরমকাতর  

ক্রিয়াকালঃ ০-৬০ দিন