করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Spigelia Anthelmia (স্পাইজেলিয়াএনথেলমিয়া) এর লক্ষণ সমুহ

 Spigelia Anthelmia (স্পাইজেলিয়াএনথেলমিয়া)

স্নায়ুশূল, নড়াচড়ায় বৃদ্ধি

মাথার পিছন হতে ব্যাথা আরাম্ভ হয় চক্ষু পর্যন্ত ছড়িয়ে যায়

 

বামদিকে রোগাক্রমণ,বায়ে শুইতে পারেনা

সুই ফোটানো বেদনা

বেদনা ভিতর থেকে বাইরে ঠেলা মারে

বেদনা নিচ থেকে উপরে ঠেলা মারে

দাতের ব্যাথা, ঠান্ডা পানি বা তামাক খেলে বৃদ্ধি। খাদ্য খেলে উপশম।

বর্ষায় বা জলো হাওয়ায় রোগ বৃদ্ধি

আলপিন ও সুচের ভয়।

ভবিষৎ এ  অনিষ্ট  হবে এরুপ আতংক

কথা বলতে তোতলায়

কৃমি

হার্টবিট অত্যাধিক, নিজকানে শোনে

নাড়ি দুর্বল

------------------------------------------------

ক্রিয়া নাশক: Aurum met., Camph., CoccuL, Merc, Pulsatilla

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন