Zincum Metallicum- (জিঙ্কাম মেটালিকাম)
স্নায়ুবিক অবসাদ , সবকিছুতেই দুর্বলতা।জীবনী শক্তি নিস্তেজ।
কোন প্রশ্নের জবাব দেয়ার আগে প্রশ্নটি দ্বিরুক্তি করে
গোটা দেহ কেপে ওঠে
মাথা এপাশ ওপাশ করে
সর্বদাই পা নাড়ে, ঘুমাতে ঘুমাতেও পা নাড়ে।
ঋতুস্রাব বন্ধ হলে রোগ আসে, শুরু হলে উপশম হয়।
শিশু লিংগ ধরে টানে, শিশু ঘুমে কেদে ওঠে
বসে পিছন দিকে বাকা হলে প্রসাব নির্গমন সহজ হয়
সকালে প্রফুল্লতা কিন্তু রাতে বিমর্ষ ভাব
চিনি খেলে গলা জ্বালা করে
-----------------------------
ক্রিয়া নাশক: Camph., Hepar, Ignatia
শত্রু: Chamomilla, Nux v., wine.
প্বার্শঃ ডান
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ৩০-৪০ দিন
উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে।কয়েকদিন যাবত অচেতন রোগীদেরকে জিংকাম মেট দিতে হয়।ভুলেও এক মাত্রার বেশী দিবেন না ।