Stramonium (স্ট্রামোনিয়াম)
প্রচন্ড প্রলাপ।অবিরাম কথা বলে
নানারুপ কাল্পনিক দৃশ্য দেখে ভয় পায়। অন্ধকারে ভয় পায়।
গান গায়, উচ্চ স্বরে হাসে প্রার্থনা করে কবিতা আবৃত্তি
করে
ভুত দেখে অশরীরী বানী শোনে
ঘরের প্রত্যেক কোন থেকে তার দিকে নানা যন্তু তার দিকে
ছুটে আসে
ভক্তিপুর্ণ অবিরাম প্রার্থনা
পর্যায়ক্রমে ধর্মভাব ও কামোম্মত্ততা
অশ্লীল কথা ও গান বলে
মুখমন্ডল গরম , অন্যান্য অংগ শীতল
মুখগলা শুকিয়ে যায়
পানি পানের ইচ্ছা নাই
বারবার বালিশ থেকে মাথা তুলতে চায়
আলো ও লোকসঙ্গী চায় কিন্তু রোগ যন্ত্রণার কোন অভিযোগ করে না
জলাতংক রোগের সেরা ঔষধ
উরুর সন্ধিস্থলে অসহ্য যন্ত্রনা
মাতালদের কাশি আরোগ্য করে
চোখে ধোয়া দেখা ভাল হয়
চকচকে জিনিস দেখলে বমিভাব বা খিচুনী হয়