করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Veratrum Album (ভেরেট্রাম অ্যাল্বাম) এর মুল কথা

 Veratrum Album (ভেরেট্রাম অ্যাল্বাম)

প্রচুর স্রাব ও প্রচুর বমিফলে অবসাদ আসে।

প্রবল পিপাসা, ঠান্ডা পানি , টকঝাল খাবার ইচ্ছা

 

কপালের উপর ঘর্ম ও হিমাঙ্গ অবস্থা

ঠান্ডা ঘাম কিন্তু শরীরে জ্বালা।

কলেরার মহাঔষধ।

 

কখনো ধর্মবিষয়ে কথা বলে।

রোগী একাকী থাকতে পারেনা, আবার লোকজন পাশে থাকলে কথা বলেনা।

রোগীনি নিজেকে গর্ভবতী ভাবে। ভাবে শিঘ্রি সন্তান প্রসব করবে।

উম্মাদ অবস্থায় রোগী নিজের কাপড় খোলে।

অশ্লীল ব্যাবহার ও কামুক ভাব দেখায়। আদি রসের কথা বলে।

------------------------------------------

ক্রিয়া নাশক:Aconite, Arsenicum, Camph., Cinchona, Coffea, Cuprum, Ferrum, Opium