করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*
মেটেরিয়া মেডিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেটেরিয়া মেডিকা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

Gelsimium জেলসেমিয়াম এর লক্ষণ সমুহ

কবি আতাউর রহমানের মতে

জেলসিমিয়াম

পেশীগুলি রোগীর ইচ্ছামত থাকেনা ।

যে ভাবে চালাতে চায়  সে ভাবেতে চলেনা ।।

হাত পা সবই কাপে ,অবস প্রায় ।

চোখের পাতায় ভার বোধ , চোখ খোলা বড় দায়।।

পিঠে শীত করে আসে , কম্পজ্বর ।

ঘাড় হতে মাথা ব্যাথা, নেমে আসে চোখের উপর ।।

উপসর্গ শুন্য জ্বর , শিশুদের সবিশেষ,

জেলসে করে নিশ্চিতরুপে নিঃশেষ ।।

এছাড়াও......

সময়ে সময়ে অসাডে প্রস্রাব

শান্ত হতে চায়, বিরক্ত হতে, কথা বলতে অনীহা

ঝিমুনিভাব এবং বিশ্রাম নেওয়ার আকাঙ্ক্ষা

মঞ্চে বা পরীক্ষার হলে  ভয় পায়


Acid sulph এসিড সালফ

 খুব বড় আকারের মল।

মলত্যাগের সময় জ্বালাপোড়া, চুলকানি এবং ফোলা সহ।

হিংস্রভাবে চুলকানি; মলের ব্যথা যেন মলদ্বার টুকরো টুকরো হয়ে গেছে;

টকঃ রোগী মনে করে পাকস্তলি, গা টক হয়েছে।

টকের সাথে মুখে ক্ষত হলে দিতে হয়।

শরীর গুর গুর করে কাপে

আঘাতের কারনে চামড়ার ভিতর রক্ত জমা হলে, কালশিট হলে।

Ratanhia Peruviana র‍্যাটানহিয়া এর লক্ষণ

 মলত্যাগের পর অনেক্ষণ জ্বালা

মলদ্বারে কাচের টুকুরা হানার মত অনুভুতি

মলদ্বার / শরীরের অন্যান্য জায়গায় সংকোচন অনুভুতি

কপালের মাঝখানে ব্যাথা, মনে হয় মগজ বের হয়ে যাবে।

উত্তাপে উপশম।

দাঁতে স্পন্দনজনিত ব্যথা,ব্যথা সন্ধ্যায়,

Aesculus Hip (ইস্কিউলাস হিপ ) এর প্রয়োগ ক্ষেত্র

 Aesculus Hip

মলদ্বার শুস্ক,রক্তস্রাব যুক্ত,বেদনাপূর্ন অর্শ. মলদ্বারে কাঠিপোড়া অনুভূতি কটিবাত বা কোমরে ব্যাথা, সেক্রাম হতে উরু পর্যন্ত বেদনা। অবসাদ ও খিটখিটে মন সর্বদায় দুংখপূর্ন বৃদ্ধিঃঘুম থেকে উঠার পর,নড়াচড়ায়,খাবার পর,হাটা চলার সময় কলিনসোনিয়া,নাক্স এবং সালফারে অর্শ উপশম হবার পর যদি না সারে সেক্ষেত্রে প্রযোজ্য


Jonosia Asoka জনোসিয়া অশোকা এর মুল কথা

Jonosia Asoka জনোসিয়া অশোকা 

স্ত্রীজননেন্দ্রীয়র উপর ক্রিয়া । 

স্বল্পঋতুস্রাব , প্রচুর ঋতুস্রাব ,অনিয়মিত ঋতুস্রাব, বিলম্বিত ঋতু, ঋতুশূল, রজঃলোপ, রজঃরোধ, ঋতুর পূর্ব্বে ডিম্বকোষে বেদনা, অতিরজঃ প্রভৃতিতে সাফল্যের সহিত ব্যবহৃত হয়।ঋতুবিলোপ কালের উপসর্গে, ও শোথেও ব্যবহৃত হয়। 

একপার্শ্বিক শিরঃপীড়া, রক্ত সঞ্চয় জনিত শিরঃপীড়া । 

নাসিকায় সর্দ্দি, প্রচুর জলবৎ স্রাব ।ঘ্রাণশক্তি লোপ পায়। 

রক্তস্রাবী অর্শ, প্রদর স্রাব, মত্রনলীর উপদাহ,  অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, মিষ্ট ও টক দ্রব্য খাইতে ইচ্ছা; 

মেরুদণ্ড বরাবর বেদনা,তলপেট ও উরুদেশ পর্যন্ত বিস্তৃতি।