Jonosia Asoka জনোসিয়া অশোকা
স্ত্রীজননেন্দ্রীয়র উপর ক্রিয়া ।
স্বল্পঋতুস্রাব , প্রচুর ঋতুস্রাব ,অনিয়মিত ঋতুস্রাব, বিলম্বিত ঋতু, ঋতুশূল, রজঃলোপ, রজঃরোধ, ঋতুর পূর্ব্বে ডিম্বকোষে বেদনা, অতিরজঃ প্রভৃতিতে সাফল্যের সহিত ব্যবহৃত হয়।ঋতুবিলোপ কালের উপসর্গে, ও শোথেও ব্যবহৃত হয়।
একপার্শ্বিক শিরঃপীড়া, রক্ত সঞ্চয় জনিত শিরঃপীড়া ।
নাসিকায় সর্দ্দি, প্রচুর জলবৎ স্রাব ।ঘ্রাণশক্তি লোপ পায়।
রক্তস্রাবী অর্শ, প্রদর স্রাব, মত্রনলীর উপদাহ, অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, মিষ্ট ও টক দ্রব্য খাইতে ইচ্ছা;
মেরুদণ্ড বরাবর বেদনা,তলপেট ও উরুদেশ পর্যন্ত বিস্তৃতি।