Syphilinum (সিফিলিনাম)
সিফিলিসিস ও সাইকোসিসের ঔষধ
বংশগত উপদংশ , উপযুক্ত ঔষধের ব্যর্থতা
কষ্ট রাত্রে বৃদ্ধি, কষ্ট সন্ধায় আরাম্ভ হয়, শেষ রাত পর্যন্ত
থাকে
অনিদ্রা ও অক্ষুধা
খর্বতা ও পক্ষাঘাত
স্ত্রীলোকের বারবার গর্ভ নষ্ট
মুখ নাক চর্ম যৌনাংগে ক্ষত ও দুর্গন্ধ,
ব্যাথা ধীরে ধীরে বারে ধীরে ধীরে কমে
সকালে অবসাদ ও দুর্বলতা
মুখে থুথু জমে খুব
ঘুমালে লালা পরে
মাদক খাওয়ার প্রবল ইচ্ছা
রোগীর ধারনা সে পাগল হয়ে যাবে
চুল পরে , দাত পরে
শরীরে তামার মত উদ্ভেদ দেখা যায়।একজিমা।
একটার পর একটা ফোড়া ওঠে
------------------------------
মায়াজমঃ সিফিলিস(১)
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর