করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Sulphur (সালফার) এর মুল কথা

 Sulphur (সালফার)

কিং অব সোরা। শুষ্ক চুলকানি, চুলকালে প্রথমে আরাম পরে জ্বালা। সর্বদা চর্মরোগে ভোগে।

 অপরিস্কার ও অপরিচ্ছন্নতা,গোসল করতে চায়না, গোসলে রোগ বৃদ্ধি।


চালাক চতুর। কৃপন।ধর্ম দর্শন চিন্তারত থাকে। তারাতারি কাজ করে।

শরীর চিকন, পেট মোটাদাড়িয়া থাকতে পারেনা।কুজো হয়ে চলে ও বসে।


দিনে ও সন্ধায় নিদ্রালু কিন্তু রাতে নিদ্রাহীন

দুপুরে ক্ষুধা,পানি পান করে বেশি, খাবার খায় কম।

সকালে মলত্যাগ, মল অনেক। মলত্যাগ কষ্টকর, যন্ত্রনা দায়ক।


সকল রন্দ্রপথ লাল। ঠোট লাল,জিহবার ধার ও ডগা লাল।

মাথার চাঁদি ,হাতের তালূ ও পায়ের তলায় উত্তাপ বা জ্বালা


স্রাবে, ঘামে ,মুখে দুর্গন্ধ।জিহবা সাদা ।

মিষ্টি ভালবাসে, দুগ্ধে অরুচি।


স্মৃতি দুর্বল,গড়ম কাতর।

বেলা ১১টার পর রোগ বৃদ্ধি। রাতে বাত বৃদ্ধি।

 

হস্ত মৈথুন, লিংগ শীতল, বীর্য পাতলা, সংগম ইচ্ছার অভাব।

জড়ায়ুর শীতলতা ও  স্থানচুত্যি, যোনির চুলকানি।

----------------

ক্রিয়া নাশক:Aconite, Camph., Chamomilla, Cinchona,

মায়াজমঃ  সোরা (

প্বার্শঃ  উভয় 

কাতরতাঃ  গরমকাতর .

ক্রিয়াকালঃ ৪০-৬০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে। সালফারের পূর্বে ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করা উচিত নয়নিদ্রাহীনতা থাকে তবে  রাতের বেলা সালফার যেই রোগী ভালো ঘুমায়, তাকে সকাল বেলায় সালফার খাওয়ানো উচিত । নাক্স ভমিকা  রাতে এবং সালফার সকালে দিতে পারেন যদি তাদের সম্পূরক ক্রিয়া প্রত্যাশা করেন।