করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Stannum met (স্ট্যানাম মেট) এর মুল কথা

 Stannum met (স্ট্যানাম মেট)

বুকের মধ্যে শুন্যবোধ বা দুর্বলতা

শরীর এত দুর্বল যে ধপ করে বসে পরে

কথা বলার সময় দুর্বল অনুভুতি প্রকাশ করে

 

বিষণ্ণতা ও ক্রন্দণশীলতা

অত্যান্ত দুঃখভাব ,সব সময় কান্না পায়, কাদলে আরো খারাপ লাগে

 

ব্যথা ধীরে ধীরে বৃদ্ধিপায় , ধীরে ধীরে কমে আসে এবং চেপে ধরলে উপশম

বামপার্শ্বে চেপে শয়নে উপশম

একপা গুটিয়ে অন্যপা সোজা করে শোয়

কফ পুজযুক্ত, কফের স্বাদ মিষ্টি

-------------------------

ক্রিয়া নাশক: puls  

মায়াজমঃ 

প্বার্শঃ  বাম 

কাতরতাঃ    শীতকাতর 

ক্রিয়াকালঃ ০-৬৫ দিন