করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Mercurius vivus (M.S) (মার্ক-সল) এর মুল কথা

 Mercurius vivus (M.S) (মার্ক-সল)

অতিরিক্ত ঘর্ম, অতিরিক্ত লালা, অতিরিক্ত পিপাসা

জিহ্বা পুরু , দাঁতের ছাপ যুক্ত , দুর্গন্ধ , ঢোক গিলতে কষ্ট।

রোগ বৃদ্ধি > রাত্রে, শুইলে, ঘামলে।

দাত ব্যাথা বৃদ্ধি> রাত্রে, শুইলে, ঠান্ডা পানি লাগাইলে 

লিভার ব্যাথা ও ডান পার্শ্বে চেপে শুতে অসুবিধা।

মল ত্যাগে অত্যান্ত কোথানি, মলত্যাগের পর  আরো কোথানি থাকে।

উভয় কাতরতা, শিশু লিংগ ধরে টানে।

সিপিলিস বা লিংগের ক্ষত, কোমল /কঠিন উভয় ক্ষত।কিডনী/কোমরে তীক্ষ্ণ বেদনা যা মুত্রনালী পর্যন্ত প্রসারিত হয়। বার বার প্রস্রাব ত্যাগের ইচ্ছা, অল্প প্রস্রাব,প্রস্রাব বন্ধ, প্রস্রাবের সময় কোঁথানি, রক্ত পূঁজ শ্লেম্মা নিঃসরণ,

মাড়ী ফোলে, রক্ত পড়ে, ঠান্ডা জল অসহ্য।মাড়ীতে ঘা।

মলদ্বারে ছোট ছোট ক্রিমি।  দ্রুত কথা বলে।

------------------------------------------------

ক্রিয়া নাশক:Ant. c, Asafoetida, Aurum met., Belladonna, . Caladium, Camph., Carbo vegetabilis, Cinchona, Dulc, Ferrum, Guaiac, Hepar, Iodium, Kali chlor., Kali hyd.,Lachesis,Mez., Nitr. ac, Opium,Phytolacca, Sarsaparilla, Sepia, Silicea, Staphysagria, Stilling., Sul., Val.; also Merc, high.; to ailments from arsenic or copper vapors.

 শত্রু: Silicea

মায়াজমঃ সিফিলিস() 

প্বার্শঃ   ডান 

কাতরতাঃ উভয়কাতর ।

ক্রিয়াকালঃ ৩০-৬০ দিন

মার্ক সল এবং  সিলিশিয়া কাছাকাছি সময়ে একটির আগে বা পরে অন্যটিকে ব্যবহার করা নিষেধ