Medorrhinum (মেডোরিনাম)
বংশগত প্রমেহ দোষ ও উপযুক্ত ঔষধের ব্যর্থতা
জ্বালা , ব্যথা,
স্পর্শকাতরতা
ব্যস্ততা ,ক্রন্দণশীলতা
স্নায়ুবিক দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতা
একলাইন পড়ে পরক্ষনে ভুলে যায়, স্বজনের নাম ভুলে যায়
হাপানি নিশ্বাস গ্রহন সহজ ত্যাগ করা কষ্টকর
উপর হয়ে শুইলে উপশম, হাটুর উপর ভর দিয়ে বালিশে মাথা গুজে থাকে
ঝরবৃষ্টির আগে বারবার প্রসাবের বেগ
কখনো মুত্রনালীতে জ্বালা,
নিজের/স্বজনের গনোরিয়ার ইতিহাস, হার্টের রুগীকে দেয়া নিষেধ।
-----------------------------------
ক্রিয়া
নাশক : Ipec, for dry cough.
মায়াজমঃ
সাইকোসিস(১)
প্বার্শঃ কাতরতাঃ উভয়কাতর
মেডোরিনাম ঔষধটি হৃরোগীদেরকে কখনও উচ্চশক্তিতে দিতে নাই ।