করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Lycopodium (লাইকোপডিয়াম) এর মুলকথা

 Lycopodium (লাইকোপডিয়াম)

ডানে অঙ্গে রোগাক্রমন বা প্রথমে ডান অঙ্গে ও পরে বাম অঙ্গে আক্রমণ

গরম খাবারে স্পৃহা ও পেটে বায়ু জমে

তলপেটে বায়ু জমে, উর্দ্ধভাগ শীর্ণ নিম্নাংশ স্থূল

ভীরুতা, কৃপণতা ও নিঃসঙ্গপ্রিয়তা

 

পেট ভরে যাওয়ার অনুভুতি,

খুব ক্ষুধা,অল্প খেয়ে ক্ষুধা মিটে যায়

রাতে ঘুম ভেংগে ক্ষুধা লাগে

পেট ফাপা , উপরের পেটে অধিক ফোলা

সকল ক্ষেত্রে অম্লস্বাদ

টক, ঢেকুর, ঠান্ডা খেলে রোগ বৃদ্ধি

 

বিকাল  ৮ টায় রোগ বৃদ্ধি বিশেষ করে বিকাল টায়

ঘুম ভাংগলে শিশু কান্না করে,

ধন্যবাদ, সুখবর, উপহার পেলে কান্না করে

প্রসাবে ইটের গুড়ার মত লাল তলানি পড়ে