Mezereum (মেজেরিয়াম)
উদ্ভেদ: উদ্ভেদ নির্গমন বন্ধ হয়ে, চর্ম রোগ চাপা দেয়ার কুফল,
উদ্ভেদ বা একজিমা হতে প্রচুর রস নিঃসরণ
উদ্ভেদের উপর মোটা চলটা পরে, চলটার নিচে হলুদ পুজ জমে,
মাঝে মাঝে রক্ত আসে
উদ্ভেদ নেই কিন্তু চুলকায় চুলকাইলে চুলকানি সরে যায়
ক্ষতের চারপাশে ফোস্কার মত উদ্ভেদ,চুলকায়, জ্বালা করে।
সন্দেহ প্রবন ,উদাস, অল্পেই রাগে একটু পরেই লজ্জিত,
কেউ ডাকলেই মনেহয় দুঃসংবাদ আছে
দাতের আগা ঠিক থাকে গোড়ায় ক্ষয়, শীত কাতর, গড়ম অসহ্য
রাত্রে বৃদ্ধি
-----------------------------
ক্রিয়া
নাশক:Aconite, Bryonia, Calc,
Camph., Kali iod., Merc, Nitr. ac, Nuxv., Phosphorus, Rhus, vinegar; to effects
of spirituous liquors.
মায়াজমঃ
সাইকোসিস(১)
প্বার্শঃ উভয়
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ৩০-৬০ দিন