করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Antim Crud এন্টিম ক্রুড এর মর্মকথা

Antim Crud এন্টিম ক্রুড
 স্থুল দেহ, জিহবার উপর সাদা পুরু প্রলেপ পরে।
 আহারে অরুচি, আহারের পর বমি। 
গুরু ভোজনের পর পাকস্থলির সমস্যা। 
 টক খাওয়ার ইচ্ছা প্রবল।
গোসলে অনিচ্ছা।
 জীবনের প্রতি বিতৃষ্ণা প্রবল, বিরক্তি, ক্রোধ, ক্রন্দন,
 পর্যায়ক্রোমে উদারাময় ও কোষ্টবন্ধতা 
 পায়ের তলায় ব্যাথাযুক্ত কড়া, 
নাকের পাতা ও ঠোটের কোন ফাটে।

--------------------------------------------

ক্রিয়া নাশক:Calc, Hepar, Merc; stings of insects.

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ  ক্রিয়াকালঃ ০-৪০ দিন