যেকোন রোগের সাথে নিদ্রালুতা
কাশির সাথে গলায় ঘর ঘর শব্দ করে,
মনে হয় গলায় অনেক স্লেষ্মা জমে আছে কিন্তু উঠে না।
ঘন ঘন শ্বাস প্রশ্বাস, শ্বাস নিতে কষ্ট।
রেগে গেলে শিশুর কাশি হয়।
মুখমন্ডল ফ্যাকাসে, নাক সরু, চোখের চারিদিকে কালিমা, চোখ কোঠরা গত।
শীতল ঘাম।পিপাসা হীনতা, ঢেকুরে পচা ডিমের গন্ধ।
---------------------------------------
ক্রিয়া
নাশক: Asafoetida, Cinchona,
Coccul., Conium, Ipec, Laur., Opium, Pulsatilla, Sepia
মায়াজমঃ
প্বার্শঃ
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ২০-৩০ দিন