করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Antim tart এন্টিম টার্ট এর মর্মকথা

Antim tart এন্টিম টার্ট 
যেকোন রোগের সাথে নিদ্রালুতা 
 কাশির সাথে গলায় ঘর ঘর শব্দ করে, 
মনে হয় গলায় অনেক স্লেষ্মা জমে আছে কিন্তু উঠে না।
 ঘন ঘন শ্বাস প্রশ্বাস, শ্বাস নিতে কষ্ট। 
রেগে গেলে শিশুর কাশি হয়। 
 মুখমন্ডল ফ্যাকাসে, নাক সরু, চোখের চারিদিকে কালিমা, চোখ কোঠরা গত। 
 শীতল ঘাম।পিপাসা হীনতা, ঢেকুরে পচা ডিমের গন্ধ।

---------------------------------------

ক্রিয়া নাশক: Asafoetida, Cinchona, Coccul., Conium, Ipec, Laur., Opium, Pulsatilla, Sepia

মায়াজমঃ  

প্বার্শঃ   

কাতরতাঃ

ক্রিয়াকালঃ ২০-৩০ দিন