Anacardium এনাকার্ডিয়াম
স্মরণ শক্তি হ্রাস, কোন জিনিস বা মানুষের নাম মনে থাকেনা।
মনে দুটি ইচ্ছা থাকে, একটি করতে বলে অন্যটি মানা করে।
পাকস্থলি খালি থাকলে ব্যাথা, আহারে আরাম।
বার বার পায়খানার বেগ, টয়লেটে গেলে বেগ চলে যায়।
হাতের তালু ও হাতে আচিল, লিখতে গেলে হাত কাপে।
সন্দেহ প্রবণ, মনেহয় কেউ পিছু পিছু আসছে, চুপি চুপি কথা বলছে।
নানা প্রকার গন্ধ পায়, নিজেকে ভুত ভাবে, বহু দুরের শব্দ শোনে, মৃতের কন্ঠ শোনে।
শপথ করে, গালাগালি করে।
---------------------------------------------
ক্রিয়া নাশক: cofia climetris
croton rus tox lacases
মায়াজমঃ
প্বার্শঃ
ডান
কাতরতাঃ
কেটে গেলে রক্ত সাথে সাথে
জমাট বাঁধে এমন রোগীতে এনাকার্ডিয়াম দেওয়া চলবে না।
ক্রিয়াকালঃ
২০-৩০ দিন