করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Sulphur Iod (সালফার আয়োড) এর পরিচয়

Sulphur Iod (সালফার আয়োড)  

 আলজিহবা ও তালু-মুলের বৃদ্ধি ও আরক্ততা। জিহবার স্থুলতা জিহবার প্রদাহের পর।

 যুবক-যুবতীদের মুখমন্ডলে বড় বড় বেদনাবিশিষ্ট ও পচ্যমান বয়োব্রণ।

 কর্ণমূল প্রদাহের পরে কর্ণ-মূলের অস্বাভাবিক বির্বধন।

 শীতপিত্তের ন্যায় কন্ডুয়নকর উদ্বেদে বাহুদ্বয়ের আবৃততা।