Selenium Metalicum (সেলেনিয়াম মেটালিকাম)
বীর্যপাতলা, গন্ধহীন ।
ঘূমে ফোটাফোটা করে পড়ে, মলত্যাগকালেও বীর্য পড়ে।
অধিক বীর্যপাতে দেহ ও মনের অবসাদ।
কামভাবের প্রাবল্য,সর্বদা যৌন চিন্তা কিন্তু যৌন অক্ষমতা।
সহবাসের চেষ্টা করলেই লিংগ সংকুচিত হয়।
বয়স্কদের যৌন অক্ষমতা ও প্রস্টেটাইট।
দাড়ি, ভ্রু, যৌনাঙ্গের চুল ওঠে
চরম দুঃখী, দুর্বলতা,
অনিচ্ছায় ফোটা ফোটা প্রসাব পড়ে।
স্বরভঙ্গ ও কোষ্ঠকাঠিন্য, সর্দি ভাল হলে ডাইরিয়া হয়।
হাতের তলা চুলকানিযুক্ত, ছাল ওঠা যুক্ত উদ্ভেদ।
আহারের পর
সারাদেহে বিশেষ করে পেটে দপদপানি
সুর্যদয় ও উত্তাপে রোগ বৃদ্ধি, সুর্যাস্ত হলে উপশম
-------------------------------------------
ক্রিয়া নাশক:Ignatia,Pulsatilla
শত্রু: Cinchona, wine.
মায়াজমঃ সোরা (১)
প্বার্শঃবাম
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ০-৪০ দিন