Sepia officinalis (সিপিয়া অফিসিন্যালিস)
জড়ায়ু স্থানচুত্য, জড়ায়ুতে প্রসবের মত ব্যাথা
তলপেট ও যোনী থেকে কিছু বের হয়ে আসার অনুভুতি ।
অতিরিক্ত সহবাস, গর্ভধারণ ,রক্তক্ষয় জনিত জরায়ুর শিথিলতা
উরুর উপর উরু দিয়ে চেপে বসে।
স্বেতপ্রদর। স্রাব ঘন, সবুজ, দুর্গন্ধময়, জ্বালাকর।
বিষন্নতা, ক্রন্দণশীলতা ও উদাসীনতা। স্বামী সন্তানের প্রতি যত্ন নেয়না
উদরে শূন্যবোধ, মলদ্বারে পূর্ণবোধ
পরিশ্রমে উপশম এবং গোসলে অনিচ্ছা
অল্পেই অজ্ঞান, প্রার্থনার সময় অজ্ঞান
কোমর পাছা সমান।
-------------------------------------
মায়াজমঃ সোরা (১)সাইকোসিস(১)
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ
৪০-৫০ দিন
সিপিয়া সন্ধ্যায়
প্রয়োগ করা উচিত। পালসেটিলা,সিকিলি ও সিপিয়া গর্ভাবস্থায় ১ থেকে ৬
মাসের মধ্যে ব্যাবহার করলে বাচ্চা নষ্ট হতে পারে।