করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Senega officinalis (সেনেগা অফিসিন্যালিস) এর সারমর্ম

 Senega officinalis (সেনেগা অফিসিন্যালিস)

কাশতে কাশতে হাঁচি হয়,হাঁচি হয়ে কাশি বন্ধ হয়

বুকে শ্লেষ্মা ঘড় ঘড় করে,শ্লেষ্মা সহ বুকে ব্যাথা থাকে

প্রচুর শ্লেষ্মা হয়, শ্লেষ্মা বের হতে কষ্ট হয়,

 

বুকের ক্ষুদ্র স্থানে জ্বালা ও সূঁচ ফোঁটানো ব্যথা হয়

অক্ষিপুট প্রদাহ ,অক্ষিপুট শুষ্ক এবং মামড়ি যুক্ত

ঝগড়াটে,

অপমান অপদস্থ ও মর্মবেদনার কারনে অসুস্থতা

অনেক পূর্বের গুরত্বহীন কথা মনে পরে

সন্ধায় শুয়ে নিদ্রা যায়

--------------------------------------------

ক্রিয়া নাশক:Arnica,Bell, Bryonia, Camph.

মায়াজমঃ 

প্বার্শঃ   

কাতরতাঃ