করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

CALENDULA. (ক্যালেন্ডুলা) এর মর্মকথা

CALENDULA. (ক্যালেন্ডুলা)

 সর্বশ্রেষ্ঠ অ্যান্টিসেপটিক।

 আঘাত লেগে বা কেটে গিয়ে অথবা ক্ষত থেকে রক্তক্ষরণ হতে থাকলে ইহা মহৌষধ।

 শীতবোধ, মুক্ত বাতাস সহ্য হয় না।

 দাঁত উঠানোর পর রক্তক্ষরণ হলে তা বন্ধ করে।