Aurum mur (অরাম
মিউর)
গন্ডমালা ধাতুগ্রস্তদের নানাবিধ
নাসিকার পীড়া, টনসিলের কষ্ট, দাঁতেরপীড়া, মাড়ী ও হাড়ের ক্ষয়,
মুখের
ক্যান্সার। বিশেষতঃ জিহ্বার ক্যান্সারে।
বংশগত উপদংশ দোষের জন্য বাল্যকালে
যারা হঠাৎ অন্ধ হয়ে যায় বা দৃষ্টিশক্তি আংশিক লোপ পায়।
রোগীর জীবনের উপর বিতৃষ্ণা জন্মে , কিন্তু আত্মহত্যার ইচ্ছা তত পরিফুষ্ট হয় না।
উপদংশ ও পারদ বিষজনিত স্বরভঙ্গ, কথা বলতে কষ্টবোধ। শ্বাসনালী বন্ধ হয়ে গেছে
এরূপবোধ।