ARSENICUM IODATUM. (আর্সেনিক আয়োড)
সর্বপ্রকার স্রাব রুক্ষ্ম। যেখানে লাগে সে স্থান হেজে যায়। স্রাবে দুর্গন্ধ।
গরমকাতর। সে ঠান্ডা ভালবাসে কিন্তু সহ্য হয় না।
ক্ষুধার সময় খেতে না পেলে বৃদ্ধি। আহারে উপশম।
অত্যন্ত চঞ্চল ও ব্যস্তবাগীশ। যক্ষ্মা ও ক্যান্সারের পরিণত অবস্থা।
নাসিকার সর্দিস্রাব। নতুন ও পুরাতন সেই সঙ্গে অনবরত হাঁচি।