Natrum Mur নেট্রাম মিউর
লবণ খাওয়ার প্রচন্ড ইচ্ছা।
কোষ্টকাঠিন্যের সাথে মাথা ব্যাথা।
নাক,মুখ চোখের শ্লোষ্মিক ঝিল্লি থেকে স্রাব নিঃসরণ।
আবার কোথাও ঝিল্লীর শুষ্কতা।
মুখ তেলতেলে,চকচকে, শরীর শীর্ণ।
স্কুল ছাত্রী দের মাথাব্যথা, ঘুম থেকে উঠে মাথা ব্যথা।
যোনি শুষ্ক,ফাটা ফাটা, সহবাসে কষ্ট। বিলম্বিত ঋতু।
ঠোঁটের পাশে জ্বর সিটা, জ্বর সকাল ১০-১১টায় আসে।
শীতকালে ঠোঁট নখ চামড়া ফাটে,চামড়া দিয়ে স্বচ্ছ পানি বের হয়।গড়ম কালে দাদ বৃদ্ধি পায়।
------------------------------------------------
ক্রিয়া
নাশক: Arsenicum, Camph., Nitr.
sp. d., Phosphorus, to nitrate of silver, where used for cauterization ; to
quinine, when diseases continue intermittent and patients suffer from headache,
are constipated and have disturbed sleep ; to bee-stings.
মায়াজমঃ
সোরা (১)সাইকোসিস(১)
প্বার্শঃ
ক্রিয়াকালঃ ৪০-৫০ দিন
কাতরতাঃ গরমকাতর। জ্বরের
উচ্চ তাপের সময় নেট্রাম মিউর Natrum mur ঔষধটি প্রয়োগ করা নিষেধ
।