করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Mag Phos ম্যাগ ফস এর সারমর্ম

 Mag Phos ম্যাগ ফস

   বেদনা স্থান পরিবর্তন করে, হঠাৎ আসে হঠাৎ যায়,ডানদিকে বেশি

  বেদনায় রোগী ছটফট করে, চিৎকার করে কাঁদে

  রক্ত আমাশয়,বারবার মলত্যাগের ইচ্ছা কিন্তু মল বের হয় না, বারবার প্রস্রাবের ইচ্ছা

  পায়খানার পর গ্লান্ড জ্বালা উদর শুল বেদনা

  স্নায়ুবিক দুর্বলতা, ক্লান্তিবোধ, হাঁটতে পারে না হাই তোলে, একদিকের জিনিস অন্যদিকে রাখে

  হাত-পা বা অন্য অংগ আপনাআপনি নেচে ওঠে