Mag Carb ম্যাগ কার্ব
শিশু বা বৃদ্ধ কিছু খাওয়া মাত্র তাহা অম্লে পরিনত হয়।
কোষ্ট্যকাঠিন্যে মল খুব শক্ত, বৃহৎ,
ভাংগিয়া পড়িতা থাকে।
উদারাময়ের মল অম্লযুক্ত সবুজ রংগের হয়।
মাংশ খাইবার অদম্য ইচ্ছা।
ক্ষয় রোগের ঔষধ, পিতা মাতার ক্ষয় রোগের ইতিহাস আছে।
ঋতুবতী হইবার পূর্বে গলায় ক্ষত আর গর্ভবতি হইবার পর দাতের যন্ত্রনা
শিশু দুধপান করতে চায়না, দুধপান করলে পেট ব্যাথা বমি।
শিশুর পুষ্টির অভাব, দূর্বলতা দেখা যায়।
---------------------------------------
ক্রিয়া নাশক: Acet. ac, Arsenicum,Bryonia, Chamomilla, Merc
sol., Nux v., Pulsatilla, Rheum.
মায়াজমঃ
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ৪০-৫০ দিন