করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Lachesis (ল্যাকেসিস) এর পরিচয়

 Lachesis (ল্যাকেসিস)

বাম অঙ্গে রোগাক্রমণ বা প্রথমে বামদিকে পরে ডান দিকে

তরল জিনিস গিলতে কষ্ট।ঢোক গিলতে কষ্ট।

 

রজঃনিবৃত্তি কালের রোগ

ঘুমের পর রোগ বৃদ্ধি

মাথা ধরে

দূরে পাখা রেখে আস্তে বাতাস করতে বলে

বগলের ঘামে রসুনের গন্ধ

বার বার প্রসাব করে, প্রসাবের রঙ কালো, প্রসাব নালীতে টাটানি

 

ঈর্ষা, স্পর্শকাতরতা 

বাচালতা ,ক্রমাগত কথা বলে।

মহান হওয়ার অনুভুতি, কর্তৃত্ব সহ্য করতে পারেনা

আনন্দ প্রিয়, সন্দেহ বাতিক, বন্ধুকেও বিশ্বাস করেনা ভাবে বিষ খাওয়াবে

সময়ের গোলমাল মনেহয়, সকালকে বিকাল মনে হয়।

 

পাগলের মত হয়

গান গায় শীষ দেয় থুথু দেয়

মৃত্যু ভয় নেই, আত্মহত্যার ইচ্ছা করে

-----------------------------------------

---------------------------------------------

ক্রিয়া নাশক:radiated heat outwardly,alcohol inwardly ; salt; Alumina, Arsenicum, Belladonna, Coccul., Coffea, Hepar, Merc, Nitr. ac,Nux v., Phosphorus ac.; to effects of Bufo., Crotal., Rhus.

 শত্রু: Acet. ac

মায়াজমঃ সোরা ()  সিফিলিস()

প্বার্শঃ বাম 

কাতরতাঃ  গরমকাতর

ক্রিয়াকালঃ ২০-৫০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে।