Kali-iodatum (ক্যালি আয়োডেটাম)
শরীর গরম, শরীরের নানা
স্থানে শক্ত, গ্ল্যান্ড বড় শক্ত
রোগীর থাইরয়েড গ্রন্থি দ্রুত বর্ধিত ও স্ফীত হয়, উহাতে বেদনা ও স্পর্শ কাতরতা থাকে,
গলার ভিতর উপদংশ দুষ্ট ক্ষত হয়
রোগী অত্যন্তবাকপটু, রহস্য প্রিয়
অতিশয় বদরাগী, নিষ্ঠুর ও গোয়ার
গড়ম কাতর, রোগী মুক্ত বাতাস চায় কিন্তু গরম খাদ্য ও
পানীয় পছন্দ করে
প্রবল পিপাসা, রাতে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি
পারদের অপব্যবহার , উপদংশন জনিত ক্ষত,
বাত, উদ্ভেদ, পক্ষাঘাত, শোথ,
স্তন্য শুকিয়ে যায়, গর্ভাবস্থায় স্তন নিঃসরন
চুল ঝরে, নাক দিয়ে রক্তস্রাব
চক্ষু প্রদাহ ,ঘুমে কাদে
----------------------------------------------------
ক্রিয়া নাশক:Hepar, Merc, to lead poisoning.
মায়াজমঃ সাইকোসিস(২) সিফিলিস(১)
প্বার্শঃ ডান
ক্রিয়াকালঃ ২০-৩০ দিন
কাতরতাঃ গরমকাতর