করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Kali-bichromicum (ক্যালি বাইক্রোমিকাম) এর সহজ পরিচয়

 Kali-bichromicum (ক্যালি বাইক্রোমিকাম)

সুতার মত লম্বা শ্লেষ্মাস্রাব

পর্যায়ক্রমে বাত ও শ্লেষ্মা বের হয়

চিকন সুক্ষ বেদনা,ভ্রমণশীল বেদনা

নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে বৃদ্ধি

রাত ২-৫ পর্যন্ত রোগ বৃদ্ধি

নিয়ম মেনে চলে, প্রথা মেনে চলে

আমাশয়ে নাভীতে কামরানি

জিহবা শুষ্ক

পুরুষের সংগম ইচ্ছার অভাব

------------------------------------------------------

মায়াজমঃ সোরা (২)সাইকোসিস()সিফিলিস()  

প্বার্শঃ   

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ০-৩০ দিন