করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Kreosotu (ক্রিয়োজোটাম) এর সারমর্ম

 Kreosotu (ক্রিয়োজোটাম)

ক্ষতকর স্রাবযুক্ত ঘা, সাথে জ্বলা যুক্ত ব্যাথা।রক্তস্রাব

 স্রাব দুর্গন্ধ যুক্ত,  জ্বালাকর

 

অসাড়ে প্রস্রাব, দুর্গন্ধ যুক্ত প্রসাব

স্বপ্নে প্রসাব করে, প্রথম নিদ্রায় বিছানায় প্রসাব করে

 

অত্যান্ত খিটখিটে মেজাজ, অতুষ্টি যাহা চায় তাহা দিলে তা ছুড়ে ফেলে

কখনো গোশত খেতে চায় কখনো গোশত ঘৃনা করে

যৌন ক্রিয়া করতে ভয়, ধর্ষিত হওয়ার স্বপ্ন দেখে

শিশুর দাত গজানোর কিছুদিনের মধ্যে দাত পোকায় খায়

দাত ব্যাথা করে ও রক্ত ঝরে দাত দ্রুত ক্ষয় হয়

-----------------------------------------------------

শত্রু: carb veg

মায়াজমঃ   

প্বার্শঃবাম 

ক্রিয়াকালঃ ১৫-২০ দিন

 কাতরতাঃ  শীতকাতর