Psorinum (সোরিনাম)
সালফারের বিফল হলে সোরিনাম
বংশগত সোরাদোষের উপযুক্ত ঔষধের ব্যর্থতায় সোরিনাম
চর্মরোগ বসে গিয়ে উৎপন্ন রোগে
শরীরে অসহ্য চুলকানী, চুলকাতে চুলকাতে রক্ত বের হয়
দুর্বলতা ও শীতার্ততা
ঠান্ডা বাতাস অসহ্য গড়মেও মাফলার পরে থাকে
উদ্বেগ, আতঙ্ক ও নৈরাশ্য। ভবিষৎ অন্ধকার মনে হয়, আরোগ্যে হতাশা,
পুরাতন চোখ ওঠা রোগ বারবার হয়
সকল স্রাব থেকে পচা গন্ধ আসে
ঘাম হলে রোগ উপশম
শ্বাসকষ্টের ক্ষেত্রে হাত পা ছড়িয়ে থাকলে রোগ উপশম