করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Glonoine গ্লোনইন এর সহজ পরিচয়

 Glonoine গ্লোনইন

রক্তচাপ বৃদ্ধি, রক্ত প্রচন্ড বেগে মাথা হৃদপিন্ডে প্রবাহিত হয়

  মাথা দপদপ করে, দুই হাতে মাথা চেপে,সারা দেহে শিরার স্পন্দন, বুকে ধরফরানি হয়

  সূর্যের আলোতে রোগ লক্ষণ বৃদ্ধি রোগী মাথা বাছাইতে চায়ছেলেরা টুপি মেয়েরা ঘোমটা মাথায় রাখতে চায়না

  মাথা বড় মনে হয়, উচু বালিশ চায়

  মেজাজ খিটখিটে, অল্পেই উত্তেজিত হয়,প্রতিবাদ সহ্য হয়না, রাস্তা মনে রাখতে পারেনা, পরিচিত লোককে অপরিচিত মনে হয়

--------------------------------------------------

ক্রিয়া নাশক:Aconite, Camph., Coffea, Nux v.

মায়াজমঃ  

প্বার্শঃ   

ক্রিয়াকালঃ ০-১ দিন

কাতরতাঃ  গরমকাতর 

মেয়েদের ঋতুস্রাবের নির্দিষ্ট সময়ের ঠিক আগে আগে গ্লোনয়িন প্রয়োগ করতে নেই; প্রায়ক্ষেত্রেই ঋতুস্রাব বন্ধ হয়ে যেতে পারে।