করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসার চিনার উপায়।

পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসার চিনার উপায়।

১) পাইলস এর লক্ষণ সমুহ

প্রচুর রক্ত, যন্ত্রনা কম,

গুটি, মলদার ফোলা থাকতে পারে।

২) ফিস্টুলা এর লক্ষণ সমুহ

মলদারের পাশে ফোড়া, ব্যাথা, 

ফেটে যায়, পুজ, ছিদ্র,রস আসে।

৩) এনাল ফিসার এর লক্ষণ সমুহ

রক্ত কম, প্রচুর যন্ত্রনা,

ফেটে যায়। 

ছবিটি দেখলে এদের পার্থক্য আরও স্পষ্ট হবে।