করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Graphites (গ্রাফাইটিস) এর মর্ম কথা

 Graphites (গ্রাফাইটিস)

মোটা+ফাটা+আটাঃ শরীর মোটা, শীতল

চর্ম শুস্ক, বিভিন্ন স্থানে ফাটা, মধুর মত রস ঝরে

উদ্ভেদ মোটা, শক্ত , ফাটা ও রসানি যুক্ত


কোথাও কেটে গেলে পুজ জমে, মাথার তালুতে জ্বালা, কানে কম শোনে

কোষ্টবদ্ধতা, মল গুটি গুটি, স্লেষ্ম জড়ানো

সর্দিলাগার প্রবনতা, ঠান্ডায় রোগ বৃদ্ধি

নখ মোটা ,অস্বাভাবিক বৃদ্ধি,ভংগুর  ,


অনিচ্ছাঃ মাছ,মাংস,মিষ্টি, লবণ,সঙ্গীত

অদ্ভুদঃ ফুলের গন্ধ সহ্য হয়না,বসে কাজ করার সময় পা নাড়াতে থাকে

 মনঃ সকল বিষয়ে সতর্ক ও দ্বিধাগ্রস্থ ,মনোযোগ দিতে কষ্ট


 যৌনঃ কামভাব প্রবল,সহবাসে অনিচ্ছা কারন সহবাসে সুখ নেই, 

বীর্যপাত হয়না বা তারাতারি হয়, যোনী শীথিল

ঋতুঃ ঋতুর আগে চুলকানি , ঋতুর সময় সকালে অসুস্থ , ঋতুস্রাব অল্প ,বিলম্বিত ,দুর্বল,

মনো্পজ সময়ের বন্ধু

স্তনের ক্যান্সার ,পুরাতন ক্ষতস্থান শক্ত হয় , 

------------------------------------------------------------

ক্রিয়া নাশক:Aconite, Arsenicum, Iodium, Nux v., Rhus.

মায়াজমঃ সোরা (২)  

প্বার্শঃ বাম  

কাতরতাঃ  শীতকাতর

ক্রিয়াকালঃ ৪০-৫০ দিন

উচ্চ শক্তিতে ব্যাবহার নিষেধ। নিম্নতে উপকার পেলে আস্তে আস্তে বৃদ্ধি হবে।