Hamamelis হ্যামামেলিস
অসারে রক্ত স্রাব, আঘাত+ঋতুস্রাব+নাকদিয়ে রক্তস্রাব কিন্তু মানসিক উৎকন্ঠা
নেই.
রক্তস্রাব কালো, ছোপ ছোপ। জড়ায়ু থেকে আসা
রক্ত উজ্জ্বল লাল বর্ণের।
পে ভেইন সমুহে রক্ত সঞ্চয়, অভ্যান্তরিন চাপ ও বেদনা, শিরাস্ফিতি, অর্শবলী।
অর্শের সাথে কোমড় ব্যাথা।
আঘাত লাগার মত ব্যাথা, স্পর্শে বৃদ্ধি। টাটানি থ্যাতলানো ব্যথা।
মন খিটখিটে, আশা করে সকলে আমাকে সম্মান করুক।
----------------------------------------------------------------
ক্রিয়া
নাশক: Arnica, Camph., Cinchona,
Puls,
মায়াজমঃ
প্বার্শঃ
কাতরতাঃ
ক্রিয়াকালঃ ১-৭ দিন