Calcarea phos ক্যাল্কেরিয়া ফস
হারের বক্রতা, কোমলতা, ভাংগার ক্ষেত্রে ব্যবহার হয়।
শিশু দেরীতে হাটে, দেরীতে কথা বলে, মাথার হার জোড়া লাগেনা, দুধ
সহ্য হয়না।
শিশুর দাত ওঠার যাবতীয় রোগ, শয্যামুত্র।
বৃদ্ধদের মাথা ঘোরা। নাকে পলিপাস, মেজাজ খিটখিটে।
অজীর্ণ, খাদ্য সহ মল, দুর্গন্ধযুক্ত মল ছড়িয়ে পড়ে।
নারীর মাসিকের আগে খুব মিলন ইচ্ছা, বাদক বেদনা। শ্বেতপ্রদর দুধের সরের মত।
--------------------------------------------
----------------------------------
মায়াজমঃ
সিফিলিস(২)
প্বার্শঃ
কাতরতাঃ শীতকাতর
ক্রিয়াকালঃ ০-৬০ দিন