Calcarea fluor ক্যাল্কেরিয়া ফ্লুর
দেহের কোন স্থানের শিথিলতা, জড়ায়ু/মলদ্বারের স্থানচ্যুতি, রক্তস্রাবী অর্শ।
দেহের কোন স্থানে/ফোড়া পাথরের মত শক্ত. গ্রীবা ছাড়া সব শক্ত টিউমার।
চোখের পাতার টিউমার ও অঞ্জনী, চোখের ছানী, রক্তনালীর স্ফিতি ও টিউমার।
পায়ের তলা, চামড়া ও স্তনের বোটায় ফাটা ও কড়া।
দুর্দমনীয় কোষ্ঠবদ্ধ সহ উদরী পীড়া, মল জমে থাকে; অনেকক্ষণ কুন্থন দিতে হয়।
অন্ডকোষে জল জমা , কঠিনতা সহ যে কোন প্রকার অন্ডকোষের পীড়া। অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়ার সেরা ঔষধ।
দ্রুত দাঁত ক্ষয়, ছানির অতি উৎকৃষ্ট মহৌষধ, হার ফুলে শক্ত হলে।
------------------------------------------------
মায়াজমঃ
সোরা (২)
প্বার্শঃ
কাতরতাঃ