Calcarea sulph ক্যালকেরিয়া সালফ
টিস্যুর ভিতরের
অকর্ম পদার্থ ও পুজ বের করে দেয়।
চোখের হলুদ স্রাব, নাকের পুজ সহ স্লেষ্মা, পুজ সহ স্লেষ্মা কাশি, কানের পুজ সহ রক্ত,
কানের চার পাশে উদ্ভেদ সহ চুলকানি, চর্ম হলুদ রঙের মামড়ি।
জিহবা কাদার মত ল্যাপ্টানো, গোড়ার দিকে হলুদ।মলের সাথে রক্ত আসে।
চোখের পাতা নাচে।
লিউকোরিয়া: ঘন সাদা স্রাব।
পরিবর্তনশীল মন, মতের অমিল হলে সহ্য করতে পারেনা।
বিপদের ভয়, মৃত্যুর ভয়।