করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*
রোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রোগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পাইলস বা অর্শ রোগ হলে যা করনীয়

পাইলস হল মলদ্বারের ভেতরে ফুলে ওঠা রক্তের শিরার একটি মাংসপিণ্ড।মলদ্বার থেকে মাংসপিন্ডের খুদ্র অংশ বেরতে দেখা যায়, যেই গুলি থেকে রক্তক্ষরণ  হয় এবং রোগিকে প্রচুর পীড়া সইতে হয়।
অর্শর লক্ষন 
মলদ্বারে জ্বালাপোড়া ও চুলকানী হওয়া।
 মলদ্বারের মাংসপিন্ড বাইরে বের হতে পারে। কখনো মাংসপিন্ড নাও বের হতে পারে।
মলদ্বারের চারিপাশে ব্যাথার অনুভূতি অনুভব করা। 
মলদ্বারের চারিপাশে যন্ত্রনাদায়ক ফোলা অথবা শক্ত মাংসপিন্ডের অংশ বেরিয়ে আসা।
অর্শ রোগের জন্য উপকারী                                        
ফল,শাকসবজি,প্রচুর পানি ,ডাল, কলা। 
 আদাকুচি, লেবু এবং মধু মিশ্রণ  সকাল বিকাল খাবেন। 
ইসপগুলের ভুসি রাতে ভিজিয়ে সকালে খাবেন।
খুব ব্যাথা হলে কাপড়ে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে ব্যথার স্থানে ১০ মিনিট রাখুন।
নরম ও তরল খাবার খাওয়া উচিত।
পায়খানা নরম রাখার চেষ্টা করতে হবে। 
প্রতিদিন পায়খানা করার চেষ্টা করতে হবে
অর্শ রোগের জন্য নিষেধ                                                     
কফি ও চা,দুধ,মাংস,অত্যধিক তেল, তেলে ভাজা খাবার,ফাস্ট ফুড,মসলা ও লবণ, ভারী জিনিস তোলা, অনেক সময় ধরে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা।
চিকিৎসা  
লক্ষণ অনুযায়ী যেকোন ঔষধ হতে পারে তবে নিচের ঔষধ গুলি বেশী ব্যবহৃত হয়।
নাক্স ভম (Nux vom)
ব্রায়োনিয়া (Bryonia)
সালফার (Sulphur) 
এস্কুলাস (Aesculus) 




পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসার চিনার উপায়।

পাইলস, ফিস্টুলা ও এনাল ফিসার চিনার উপায়।

১) পাইলস এর লক্ষণ সমুহ

প্রচুর রক্ত, যন্ত্রনা কম,

গুটি, মলদার ফোলা থাকতে পারে।

২) ফিস্টুলা এর লক্ষণ সমুহ

মলদারের পাশে ফোড়া, ব্যাথা, 

ফেটে যায়, পুজ, ছিদ্র,রস আসে।

৩) এনাল ফিসার এর লক্ষণ সমুহ

রক্ত কম, প্রচুর যন্ত্রনা,

ফেটে যায়। 

ছবিটি দেখলে এদের পার্থক্য আরও স্পষ্ট হবে।