করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Agnus castus (এগনাস ক্যাস্ট) এর মর্মকথা

 Agnus castus (এগনাস ক্যাস্ট)

অতিরিক্ত হস্তমৈথুন বা  গণোরিয়া জনিত ধব্জভঙ্গ দোষ ।

অধিক সহবাসের কারনে বীর্য পাতলা,সামান্য কোথে বীর্য বের হয়। 

যৌনাংগ থলথলে ও ক্ষুদ্র ও শিথিল ।সহবাসের ইচ্ছা লোপ ।


অকাল বার্ধক্য । অমনোযোগী, এককথা বারবার বলে ।

সর্বদা বিষন্ন,আত্মহত্যার ইচ্ছা, স্মৃতিশক্তির দুর্বলতা  ।

প্রসূতির স্তনে দুধের অভাব ।জড়ায়ুর পীড়ায় কার্যকর।

মলবের হয়ে ডুকে যায়।

একদিকে একনাগারে তাকিয়ে থাকলে মাথাব্যাথা উপশম ।

-------------------------------------

ক্রিয়া নাশক:Camph., Natr. m.

মায়াজমঃ  

প্বার্শঃ  ডান  

কাতরতাঃ  ক্রিয়াকালঃ ৮-১০ দিন