Allium Cepa এলিয়াম সেপা
পেয়াজ থেকে তৈরী, নাক ও চোখ দিয়ে পানি পরে
চোখের পানি সাধারন, নাকের পানি ঝাঝালো
কপালে বেদনা, বার বার হাচি আসে
বায়ুনালী পর্যন্ত সর্দি, প্রচুর কফ, কাশি ঘরঘরানি, মনে হয় কন্ঠনালী ছিড়বে।
সুতার মত সরু ও লম্বা ব্যাথা।
পেটে বায়ু জন্মে।
জুতা
/ মোজার কারনে ক্ষতে দিতে হয়।
কাচা পেয়াজ পছন্দ, শসা অপছন্দ।
উচ্চশক্তি দেয়া নিষেধ, এজমার রোগীকে দেয়া যাবেনা।
-------------------------------------
মায়াজমঃ
প্বার্শঃ
কাতরতাঃ গরমকাতর
ক্রিয়াকালঃ ০-১ দিন