আজ থেকে প্রায় ১৪৫ বছর আগে জার্মানির ডা. উইলিয়াম হেনরিক সুসলার টিস্যু রেমিডি আবিষ্কার করেন।হোমিও ট্রাইটুরেশন ফর্মুলায় লবণগুলো তৈরি করা হয়।বায়োকেমিক মেডিসিন মানে ১২টি সল্ট। লবণগুলো সব ভিটামিনের অভাব পূরণ করে থাকে। হৃদযন্ত্রের তিনটি প্রধান ধমনি থেকে শত সহস্র ধমনির শাখা-প্রশাখা পুরো দেহে ছড়িয়ে পড়ে।
ক্যাল্কেরিয়া ফস |
ক্যাল্কেরিয়া সালফ |
ক্যাল্কেরিয়া ফ্লর |
নেট্রাম ফস |
নেট্রাম সালফ |
নেট্রাম মিউর |
কেলি সালফ |
কেলি মিউর |
কেলি ফস |
ফেরাম ফস |
ম্যাগ ফস |
সাইলেশিয়া |