করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Collinsonia Canadensis কলিন সোনিয়া এর সংক্ষিপ্ত পরিচয়

মলদ্বারে কাঠি/কাচ লেগে থাকা অনুভূতি , ভারি ভারি  লাগে না।

অর্শে অত্যন্ত রক্তস্রাব,

কোষ্ঠবদ্ধ, পেটে বায়ুজমা ও কলিকবেদনা।

অর্শ লুপ্ত হইয়া শিরঃপীড়া ।

জরায়ু পীড়া থাকলে অর্শ ও কোষ্ঠবদ্ধরোগে কলিনসোনিয়াই উপযোগী ।

গর্ভাবস্থায় অর্শরোগ সহ চুলকানি।

ঠাণ্ডায় বৃদ্ধি এবং উত্তাপে উপশম ।