করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Secale cornutum (সিকেলকর) এর পরিচয়

 Secale cornutum (সিকেলকর)

স্ত্রীলোকের শরীর দূর্বল, শীর্ণকায়

জরায়ুর ও মলদ্বারের শিথিল।

জড়ায়ুর রক্ত স্রাব অনেকদিন থাকে। রক্তস্রাব ও আক্ষেপ।


 জ্বালা ও গরম কাতরতা। সমস্ত দেহ জ্বালা করে গায়ে কিছু রাখতে চায়না।

রোগীর গায়ে হাত দিলে ঠান্ডা লাগে কিন্তু রোগী মনে করে চামড়া গড়ম।

 

হাত পা ঝিন ঝিন করে,শরীরে পিপড়ে হাটার অনুভুতি

রাক্ষুসে ক্ষুধা ও অদম্য পিপাসা।টক খেতে চায়

অস্থিরতা মৃত্যুভয়।

---------------------------------------------------

ক্রিয়া নাশক:Camph., Opium

মায়াজমঃ 

 প্বার্শঃ  ডান  

কাতরতাঃ  গরমকাতর

পালসেটিলা,সিকিলি ও সিপিয়া গর্ভাবস্থায় ১ থেকে ৬ মাসের মধ্যে ব্যাবহার করলে বাচ্চা নষ্ট হতে পারে।  ক্রিয়াকালঃ ২০-৩০ দিন