করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন*সামাজিক দুরত্ব মেনে চলুন* ঘন ঘন সাবান ও পানি দিয়ে বা অ্যালকোহলযু্ক্ত হাত-ধোয়ার সামগ্রী ব্যবহার করে আপনার হাত ধূয়ে নিন**নিয়মিত মাস্ক পরিধান করুন*

Sarsaparilla officinalis (সার্সাপ্যারিলা অফিসিন্যালিস) এর সারমর্ম

 Sarsaparilla officinalis (সার্সাপ্যারিলা অফিসিন্যালিস)

সিফিলিস, সাইকোসিস বা পারদের অপব্যবহার জনিত দেহের শীর্ণতা বা ক্ষয়দোষ

মুত্র হয়না বা খুবই কম হয়, না দাঁড়ালে প্রস্রাব হয় না।

প্রস্রাব আরম্ভ হবার বা শেষ হবার মুখে যন্ত্রণা

অনেক সময় মুত্রথলি ফুলে ওঠে উপরে হাত ছোয়া যায়না।

 

মুত্র পাথরি রোগেরে আমোঘ ঔষধ, দক্ষিণ কিডনীতে পাথরী এবং প্রসাবের মধ্যে সাদা বালির মত তলানি জমে।


শীর্ণতা, গলার ভাজযুক্ত স্থানে চামড়া ঝুলে থাকে শিশুকে বুড়ার মত দেখায়

সর্বশরীরে দাদের মত চর্মরোগ । 

মামড়ি পরে , হাত পায়ের চামড়া ফাটা ফাটা হয়।

উপর ঠোটে ও মুখ মন্ডলে উদ্ভেদ।

শুষ্ক চুলকানি বসন্ত কালে 

মেয়েদের স্তনের বোটা ভিতরে ঢুকে যায়

 

মাথার চান্দি থেকে চোখ পর্যন্ত তীর এর আঘাত পাওয়ার মত ব্যাথা

একই সাথে শুল ব্যাথা ও কোমর ব্যাথা।

------------------------------------------------

ক্রিয়া নাশক:Belladonna, Merc; effects of mercury.

মায়াজমঃ 

 প্বার্শঃ   

কাতরতাঃ  শীতকাতর 

ক্রিয়াকালঃ ০-৩৫ দিন